অবৈধ হ্যান্ডসেট বিক্রির দায়ে ৫ প্রতিষ্ঠানকে ৯ লাখ টাকা জরিমানা

৮ অক্টোবর, ২০২০ ২১:২৮  
রাজধানীর অভিজাত শপিং মল যমুনা ফিউচার পার্কে অভিযান চালিয়ে ২৪ পিস অবৈধ মোবাইল হ্যান্ডসেট জব্দ এবং ৫টি প্রতিষ্ঠানকে মোট ৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় যমুনা ফিউচার পার্কে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি ও র‌্যাবের উদ্যোগে অবৈধ মোবাইল হ্যান্ডসেট উদ্ধার অভিযানে এই জরিমানা করা হয়। https://digibanglatech.news/news/local/telecom/36217/   বিটিআরসির উপ-পরিচালক এস এম গোলাম সারোয়ার এবং র‌্যাবের ম্যাজিস্ট্রেট মোঃ আক্তারুজ্জামানের নেতৃত্বে একটি যৌথ দল এই অভিযান চালিয়ে অনুমোদন ছাড়াই আমদানীকৃত আইফোন, অপো, শাওমি, ওয়ান প্লাস স্মার্টফোন জব্দ করে। এ বিষয়ে বিটিআরসি উপ-পরিচালক গোলাম সারোয়ার ডিজিবাংলাকে জানিয়েছেন, অভিযানে ফোন ভিলেজ থেকে ১৯টি মোবাইল ফোন এবং আইপয়েন্ট থেকে ৫টি অবৈধ আইফোন জব্দ করা হয়েছে। উভয় প্রতিষ্ঠানকেই ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়াও কেআরওয়াই ইন্টারন্যাশনাল-কে এক লাখ টাকা, মোবাইল হাউজকে দুই লাখ টাকা এবং কমপুসটার প্রাইভেট লিমিটেডকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।